২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হ্নীলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


টেকনাফের হ্নীলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ঘন ঘন লোডশেডিং-বিদ্যুৎ বিভ্রাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬মে বিকাল ৪টায় হ্নীলা বাসষ্টেশনের চৌরাস্তায় হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ বিভ্রাট বন্ধের প্রতিবাদে শত শত মানুষের উপস্থিতিতে ফেস্টুন-ব্যানার নিয়ে মানব বন্ধন পালিত হয়। এরপর ছাত্রনেতা নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তারেক মাহমুদ রনি,সাংবাদিক আমান উল্লাহ আমান ও গিয়াস উদ্দিন ভূলু,ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বক্তারা বলেন,সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে সুষম বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছে। কিন্তু সীমান্ত উপজেলা টেকনাফে কতিপয় রাঘব-বোয়ালের ইন্দনে পবিস হ্নীলায় বৈষম্যমূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এরফলে শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক পণ্য নষ্ট হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত বৃদ্ধ ও শিশুরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসা সেবা নিতে পারছেনা। এছাড়া ওভার লোডিংয়ের বোঝা মাথায় নিতে হচ্ছে দরিদ্র গ্রাহকদের। বিদ্যুৎ ছাড়া বিভিন্ন কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। অবিলম্বে বিদ্যুতের এই ভেলকিবাজি বন্ধ করা না হলে আগামীতে হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ বিদ্যুৎ অফিস ঘেরাও,সড়ক অবরোধসহ কঠোর কর্মসুচী নিতে বাধ্য হবেন বলে পবিস কর্তৃপক্ষকে সর্তক করে দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।