হ্নীলা দরগাস্থ এম.এ(অধ্যাপক মোহাম্মদ আলী) মার্কেটে ব্যবসায়ী প্রতিষ্ঠান সা‘আদ এন্টার প্রাইজের শুভ উদ্বোধন করা হয়েছে।
২ডিসেম্বর সকালে মার্কেটটির শুভ উদ্বোধন করেন সাবেক সাংসদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মোরশেদ। জুমার নামাজের পর খতমে কোরাআন এবং বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক,নির্মাণকারী প্রতিষ্টান চঁৎঢ়ষব ড়িড়ফ(পারপল উড)‘র এমডি বিশিষ্ট নির্মাতা তারিক হাসান,ডিরেক্টর আমিনুর রহমান মুকুল, নির্বাহী পরিচালক আদনান রায়হান আমিন,হুমায়ুন রশিদ,জসিম উদ্দিন টিপু,সা‘আদ এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসাইন,যুবনেতা হারুন অর রশিদ প্রভাত,মৌলভী আব্দুলাহ প্রমুখ।রাতে এক প্রীতিভেঅজের আয়োজন করা হয়। #
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।