২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

১২ বছরের মধ্যে দাবি করলে ব্যাংকে জমানো টাকা ফেরত পাওয়া যাবে

কক্সবাজারসময় ডেস্কঃ ব্যাংকে জমানো টাকা ১২ বছরে মধ্যে দাবি করলে তা ফেরত পাওয়া যাবে। কোন গ্রাহক টানা ১০ বছর ব্যাংকে জমাকৃত টাকা, মূল্যবান ধাতু বা বিনিময় দলিল দাবি না করলে সংশ্লিষ্ট ব্যাংক তা অদাবীকৃত সম্পদ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২ বছরে মধ্যে কেউ দাবি না করলে তা সরকারের সম্পদ হিসেবে গণ্য হবে। গত বুধবার অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রী সম্পর্কিত একটি নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রী সম্পর্কিত বিধিবিধান রয়েছে। ওই বিধানের আলোকে নতুন নীতিমালা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুসারে, ১০ বছরে মধ্যে আমানত ও মূল্যবান সামগ্রী ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন। ১০ বছর পার হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংক অদাবীকৃত আমানত ও সামগ্রী হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে।
টাকা, বিদেশি মুদ্রা, বিনিময় দলিল বা অন্য যেকোনো সম্পদ থাকলে তা অদাবীকৃত সম্পদ হিসেবে গণ্য করতে হবে। তবে ১০ বছর পর্যন্ত কোন দাবিদার পাওয়া না গেলে আমানতকারী বা পাওনাদারের কাছে ৩ মাসের নোটিশ পাঠাতে হবে। ৩ মাসের মধ্যে নোটিশের কোন জবাব না এলে ওই আমানত বা সামগ্রী অদাবীকৃত আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কাছে পাঠাতে হবে।
প্রতিবছর শেষে অদাবীকৃত সম্পদ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে অদাবীকৃত সম্পদ জমা হবার পরও ২ বছর তা দাবি করার সুযোগ থাকবে। কিন্তু ২ বছর পর্যন্ত কেউ দাবি না করলে তা সরকারের সম্পদ হিসেবে গণ্য হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।