কক্সবাজারসময় ডেস্কঃ
১৩ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে টেকনাফের কোস্টগার্ড জওয়ানেরা। ১লা জুলাই বুধবার রাত ৯টারদিকে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক পাচারকারী হচ্ছে টেকনাফের হ্নীলা লেদা এলাকার মোঃ রফিকের ছেলে মোঃ ইব্রাহীম (২০)।
কোস্টগার্ড সুত্রে জানা যায়, বুধবার রাতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ইনানী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ থেকে মাদক পাচারকারীকে আটক করে। ঐসময় ১৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায় তাকে তল্লাশী করে।
কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ইয়াবা পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।