প্রাপক,
মেসার্স ফুয়াদ কনষ্ট্রাকশন লিঃ এর পক্ষে- প্রোপাইটরঃ ফুয়াদ আল আমিন, পিতা- মোহাম্মদ আব্দুস সাত্তার মঈন, মাতা- মমতাজ বেগম, সাং- সোনাশর, জকিগঞ্জ, জেলাঃ সিলেট।
—————–লিগ্যাল নোটিশ গ্রহীতা।
প্রেরক,
মেসার্স নিরু এন্টারপ্রাইজ লিঃ এর পক্ষে- প্রোপাইটরঃ আসাদুজ্জামান নিরু, পিতা- বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। সাং-দক্ষিণ সাহিত্যিকাপল্লী, ৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা – কক্সবাজার। এর পক্ষে- অনিক ইসলাম আকিব, এডভোকেট।
চেম্বারঃ ইডেন গার্ডেন সিটি, ৪র্থ তলা(পশ্চিম পার্শ্বে), প্রধান সড়ক, লাল দিঘীরপাড়,কক্সবাজার পৌরসভা,কক্সবাজার।
——————লিগ্যাল নোটিশ দাতা।
জনাব, আমার মোয়াক্কেল কর্তৃক আদিষ্ট ও ক্ষমতা প্রাপ্ত হইয়া আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতাকে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ মারফত জানাইতেছি যে, আপনি আমার মক্কেলের পূর্ব পরিচিত হওয়ার সুবাদে আমার মক্কেলের সাথে আপনার ব্যবসায়িক লেনদেন ছিল। আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা আমার মক্কেলকে তাহার ঠিকাদারি কাজের নিমিত্তে বালি বিক্রয় করার প্রস্তাব প্রদান করিলে আমার মক্কেল আপনার প্রস্তাবে রাজি হইয়া ২০/০৯/২০২১ ইং তারিখের মধ্যে বালি সমূহ সরবরাহ করিবেন মর্মে নগদে ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা গ্রহণ করিয়া যথা সময়ে বালি সমূহ সরবরাহ করিতে না পারিলে গৃহীত টাকা সমূহ পরিশোধের নিমিত্তে আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ফুয়াদ কনষ্ট্রাকশন এর নামীয় পূবালী ব্যাংক লিঃ খিলগাঁও শাখা, ঢাকা এর হিসাব নাম্বার-১৭৫১৯০১০১৫৩৫৩ এর চেক নং- অঝ১০০-অ-৪১০২৫৬০ তাং-২৭/০৯/২০২১ ইং, টাকার পরিমাণ – ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা এবং পূবালী ব্যাংক লিঃ শাহী ঈদগাহ শাখার হিসাব নং-৩৬৮৫৯০১০১৩০১০ এর চেক নং- অঝ৫০-অ-২৬৫৩৫৪৩ তাং- ২৭/০৯/২০২১ইং, টাকার পরিমান- ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা সহ মোট ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা প্রদান করেন।
আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা উল্লেখিত সময়ের মধ্যে কোন ধরনের বালি সরবরাহ না করায় আমার মক্কেল তার প্রাপ্য ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা ফেরৎ দাবী করিলে আপনি গ্রহীতা আমার মক্কেলের নিকট প্রদত্ত চেক ২ খানা নগদায়নের জন্য ব্যাংক উপস্থাপন করিতে বলেন। আমার মক্কেল সরল বিশ্বাসে উক্ত চেক ২ খানা নগদায়নের জন্য বিগত ০৩/১০/২০২১ইং তারিখ এন.সি.সি ব্যাংক কক্সবাজার শাখাতে আমার মক্কেলের ব্যাংক হিসাবের অনুকূলে উপস্থাপন করিলে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেক ২ খানা নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের প্রেরণ করিলে ব্যাংক কর্তৃপক্ষ “অপর্যাপ্ত তহবিল” উল্লেখে চেক ২ খানা “ডিজঅনার” করতঃ ফেরৎ প্রদান করেন। আমার মক্কেল উক্ত বিষয় জানিতে পারিয়া আপনি নোটিশ গ্রহীতাকে চেক ২ খানা “ডিজঅনার” হওয়ার বিষয় বার বার যোগাযোগ স্থাপন করার চেষ্টায় ব্যর্থ হইয়া আমার মক্কেলের প্রাপ্য ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা অতি দ্রুত ফেরৎ প্রদানের জন্য অত্র লিগ্যাল নোটিশ প্রেরণ করা হইল। আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আমার মক্কেলের টাকা সমূহ ফেরৎ প্রদান না করিলে আপনি গ্রহীতার বিরুদ্ধে আমার মক্কেল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবেন। বিষয়টি অতীব জরুরী।
নিবেদক
অনিক ইসলাম আকিব
এডভোকেট
চেম্বারঃ ইডেন গার্ডেন সিটি,
৪র্থ তলা (পশ্চিম পার্শ্বে),
প্রধান সড়ক, লাল দিঘীরপাড়,
কক্সবাজার পৌরসভা,
কক্সবাজার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।