সংবাদ বিজ্ঞপ্তিঃ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। জাতিসংঘ এই দিবসকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এ দিবসটিকে সরকারিভাবে উৎযাপনের জন্য স্বীকৃতি দিয়েছেন। এবারে বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে “সকল গর্ভধারণ হোক পরিকল্পিত”।
উক্ত কেন্দ্রীয় কর্মসূচীর পরিপেক্ষিতে আগামী ১৪ নভেম্বর মঙ্গলবার ২০১৭ ইং তারিখ সকাল ৮.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ পর্যন্ত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সহ চিকিৎসাসেবা দেয়া হবে। আপনার ডায়াবেটিস আছে কিনা জানতে এ সুযোগ গ্রহন করার জন্য কক্সবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ অনুরোধ জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।