এবার দারুণভাবে জমে ওঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপা জয়ের দৌড়ে ফেবারিট চার ক্লাব তো ছুটছেই। নিচের সারির ক্লাবগুলোও ছাড় দিচ্ছে না প্রতিপক্ষকে। রোববার যেমন বোর্নমাউথ ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে নাটকীয়ভাবে হারিয়ে দিল লিভারপুলকে। অলরেডদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। আর দীর্ঘ ১৬ বছর পর আবারও ৪-৩ ব্যবধানে হেরেছে লিভারপুল। এর আগে ২০০০ সালের নভেম্বরে লিডস ইউনাইটেডের বিপক্ষে একই ব্যবধানের নাটকীয় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল প্রিমিয়ার লিগের এই জায়ান্ট ক্লাবটি।
অথচ সাদিও মানে এবং ডিভোক অরিজির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান কমান বোর্নমাউথের কেলাম উইলসন। কিন্তু ৬৪ মিনিটে লিভারপুলের এমরি কান গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। কিন্তু তবু দমে যায়নি স্বাগতিক দল।
নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের অনুপ্রেরণায় সেরা খেলাটাই উপহার দেয় বোর্নমাউথ। ৭৬ থেকে ৭৮ মিনিটের মধ্যেই লিভারপুলের জালে দু’বার বল জড়ান বোর্নমাউথের ফ্রেজার এবং স্টিভ কুক। ম্যাচের ফলাফল তখন ৩-৩ সমতায়। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিটে নাথান একি গোল করে স্বাগতিকদের দারুণ নাটকীয় এক জয় উপহার দেন।
প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ জিতে বোর্নমাউথের বিপক্ষে মিশন শুরু করেছিল লিভারপুল। এই ম্যাচে না হারলে তা বেড়ে দাঁড়াতো ১২ তে। যা প্রিমিয়ার লিগের ইতিহাসেরই সেরা শুরু হতো অলরেডদের। শুধু তাই নয়, এই ম্যাচ জিতলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানটিও দখল করে নিতে পারতেন জার্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু হারের ফলে তিনে অবস্থান করছে লিভারপুল। মৌসুমের প্রথম ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে চেলসি। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৩১।
রোববার প্রিমিয়ার লিগের অন্য ম্যাচটিতে এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে রেড ডেভিলরা প্রথমে এগিয়ে গেলেও ৮৯ মিনিটে পেনাল্টিতে গোল করে এভারটনকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন লেইটন বেইনিস। ড্র করেও ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ট স্থানে রয়েছে হোসে মরিনহোর দল।
সূত্র: বিবিসি
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।