বিশেষ প্রতিবেদক : আগামী ২ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা সম্পন্নের লক্ষে এক প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর নির্দেশনা মোতাবেক অবাধ, সুষ্ঠ, প্রশ্নপত্র ফাসমুক্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সকলকে নিদের্শনা প্রদান করেন জেলা প্রশাসক। পাশাপাশি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের ৬টি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। নিদের্শনাগুলো হলো- ১. পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ২. শুধুমাত্র প্রতিটি পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ইন্টারনোট সংযোগবিহীন এবং ক্যামেরা সংযুক্ত নয় এমন মোবাইল প্রয়োাজনীয় মুহুর্তে ব্যবহার করবেন। ৩. পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষক বা সংশ্লিষ্ট কেউ বা কোন পরীক্ষার্থী কোন প্রকার মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ পারবে না এবং পরীক্ষা আদায়ে সংশ্লিষ্ট সকলকে সততা, দায়িত্ববোধ, মেধা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ৪. কেন্দ্র সংশ্লিষ্ট নয় বা অনাকাঙ্খিত কোন ব্যাক্তির কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ৫. পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য সেবার সরঞ্জাম প্রস্তুত রাখা ও কেন্দ্র পাশ্ববর্তী এলাকায় পরীক্ষা চলাকালীন সময়ে লাইব্রেরি বা ফটোকপিয়ারের দোকান বন্ধ থাকবে। ৬. পরীক্ষার সময়ে পরীক্ষা কেন্দ্র ও পাশ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারী থাকবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাদ্রাসা সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।