২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

২০১৮ সালের মাঝামাঝিতে সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর ডিসেম্বরে বসছে না- এমন আভাস আগেই দিয়েছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) জন্যই পিছিয়ে দিতে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সোমবার সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, আগামী বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। আমরা মে মাসে আয়োজনের চেষ্টা করবো।

আগামী  সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। শুরু হওয়ার কথা ছিল এ বছর ২৫ ডিসেম্বর। সাফের সর্বশেষ আয়োজক ছিল ভারত। ২০১৫ সালে দেশটির কেরালা শহরে বসেছিল নবম সাফ চ্যাম্পিয়নশিপের আসর।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারিখ পরিবর্তনের যে চিঠি দিয়েছে সাফকে সেখানে টুর্নামেন্ট এ বছর জুনে আয়োজন করা যায় কি না সেটাও বিবেচনা করতে বলেছিল; কিন্তু মার্কেটিং এজেন্ট জুনে করতে আগ্রহী নয় বলে অন্তত ৬ মাস টুর্নামেন্ট পিছিয়ে দিতে হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে।

বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালে প্রথম আয়োজক হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার বাংলাদেশ সাফের আয়োজক হয়েছিল ২০০৯ সালে। সেবার বাংলাদেশ ফাইনালে উঠতে ব্যর্থ হয়। সর্বশেষ ৩ আসরে বাংলাদেশ বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে।

ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশপাশি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকেও বিবেচনায় রেখেছে সাফের বতর্মান মার্কেটিং এজেন্ট লাগাডিয়ার। ‘ফ্রান্স ভিত্তিক এ প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে বাংলাদেশে এসে এ দুটি স্টেডিয়াম পরিদর্শনও করে গেছেন। তবে দুটি না একটি ভেন্যুতে হবে তা এখনো ঠিক হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।