করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, পুলিশ ও হাসপাতাল এর আওতামুক্ত থাকবে। সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, এরমধ্যে ২৬ মার্চ এমনিতেই স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার ছুটি। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। আর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি। ৫ এপ্রিল থেকে আবার অফিস শুরু হবে।
করোনা সতর্কতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে এরমধ্যে, সব ধরনের জমায়েত, জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। এ সময় গণপরিবহন সীমিত আকারে চালু থাকবে। তবে, যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দিয়েছেন তিনি। সীমিত আকারে চালু থাকবে ব্যাংকিং সেবা। সামাজিক দূরত্ব নিশ্চিতে কাল থেকে নামছে সেনাবাহিনী।
এসময়, দেশের সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার আহ্বান জানান তিনি। মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করেন তিনি।
-যমুনা
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।