২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৩ লাখ ৭২ হাজার ৫৩০ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।

বুধবার বিকাল ৫টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ৭২ হাজার ৫৩০ জনের নিবন্ধন করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ পর্যন্ত ২৭ হাজার ৯৫৪ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, আজ কুতুপালং-১ ক্যাম্পে ৯৭৪ জন পুরুষ ও ৬৯৭ জন নারী মিলে ১ হাজার ৬৭১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯৫৮ জন পুরুষ ও ৮৭৩ জন নারী মিলে ১ হাজার ৮৩১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭০০ জন পুরুষ ও ৭৩৪ জন নারী মিলে ১ হাজার ৪৩৪ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ৪৯৭ জন পুরুষ ও ১ হাজার ৪৫০ জন নারী মিলে ২ হাজার ৯৪৭ জন, থাইংখাল-২ ক্যাম্পে ১ হাজার ২৩৭ জন পুরুষ ও ৬৪৬ জন নারী মিলে ১ হাজার ৮৮৩ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪২৭ জন পুরুষ ও ১ হাজার ৪৯ জন নারী মিলে ২ হাজার ৪৭৬ জন, লেদা ক্যাম্পে ২৩৯ জন পুরুষ ও ২২৭ জন নারী মিলে ৪৬৬ জন এবং পরেরদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭০৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ১৩ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।