২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

৪ দফা দাবিতে কক্সবাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবিদের পেশাগত সমস্যা সমাধান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিদ্বেষী ধারা উপধারাসমুহ সংশোধনসহ ৪ দফা দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কক্সবাজার জেলা শাখা।
আহ্বায়ক প্রকৌশলী রিটেন চাকমা’র সভাপতিত্বে সদস্য সচিব প্রকৌশলী জালাল উদ্দিন প্রমি’র সঞ্চালনায় অনুষ্ঠিত।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী ওমর ফারুক, সাধারণ সম্পাদক প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ, সাজ্জাদ হোসেন চৌধুরী, মহেশখালি উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ কাওচার আলম, ইব্রাহিম খলিল সহ প্রমুখ সদস্য প্রকৌশলী সভায় সংগ্রাম পরিষদ আহবায়ক প্রকৌশলী রিটেন চাকমা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সবসময় দেশ ও জাতির স্বার্থে কাজে ব্যস্ত থাকতে চায়। কিন্তু একটি মহল প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশ নির্দেশনা ও অনুশাসন বারবার আমলাতান্ত্রিক জটিলতার মারপ্যাচে আটকে দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজপথে নামতে বাধ্য করছেন। তিনি অনতিবিলম্ব সংগ্রাম পরিষদের ঘোষিত ৪ দফা বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজে মনোনিবেশ করার পরিবেশ সৃষ্টির আবেদন জানান।

সভা শেষে ৪ দফা দাবি পুরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।