টেকনাফের নাফনদীতে কোস্টগাড-বিজির্বি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৫লাখ ৪৪হাজার ইয়াবা বড়ি ও ইঞ্জিন নৌকা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবা ধ্বংসের জন্য পৃথক দপ্তরে জমা দেওয়া হয়েছে।
১৮ফেব্রুয়ারী দুপুর দেড়টায় টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন অফিসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অভিযানের আদ্যেপান্থ জানান টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ তাসকিন রেজা। তিনি জানান গত ১৭ফেব্রুয়ারী গভীর রাতে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে সর্ঙ্গীয় কোস্টগার্ড টহল দলের সদস্যদের নিয়ে শাহপরীর দ্বীপ ও নাইক্ষ্যংদিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়। ১৮ফেব্রুয়ারী ভোর ৫টারদিকে কোস্টগার্ড টহল দল একটি ইঞ্জিন নৌকা দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তাদের ধাওয়া করলে ইঞ্জিন নৌকাটি কিনারায় ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। তখন কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন নৌকাটি জব্দ করে। বোটে থাকা ৭টি বস্তা হতে গুণে গুণে ৫লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়। যার নির্ধারিত বাজার মূল্য ২৫কোটি ১লক্ষ টাকা। জব্দকৃত নৌকা কাস্টমসে জমা দিয়ে ইয়াবা সমুহ টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী ১৮ফেব্রুয়ারী ভোর ৫টারদিকে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির বিশেষ টহল দল নিয়ে হেচ্ছারখালে অভিযানে যায়। কিছুক্ষণ পর ২/৩জন লোক একটি ব্যাগ নিয়ে গ্রামের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করা মাত্র ব্যাগটি ফেলে গ্রামের ভেতরে ডুকে যায়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগটি খুলে গণনা করে ১কোটি ৩২লক্ষ টাকা মূল্যমানের ৪৪হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। তা পরবর্তীতে মিডিয়াকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানানো হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।