এম.এ আজিজ রাসেলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার জেলাব্যাপী উদযাপিত হবে আনন্দ উৎসব। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রস্তুতিতে গৃহীত হয় নানা সিদ্ধান্ত। সিদ্ধান্তের আলোকে ২৫ নভেম্বর শনিবার আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-কর্মকর্তা-কর্মচারি, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠন ও খ্যাতিমান ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এনজিও, স্কাউটস ও রোভার, পুলিশের সুসজ্জিত ঘোড়া, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দল, সুসজ্জিত ঘোড়ার গাড়ি এবং সর্বস্তরের জনতা স্বতস্ফুর্তভাবে অংশ নেবে। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। এই স্বীকৃতির মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে। এ গৌরবময় অর্জনকে উৎসবমূখর ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।