১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

৭০ শতাংশ ভর্তুকীর ‘কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র’ কৃষককে হস্তান্তর করলেন এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বহুমূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের এক ইঞ্চি জায়গাও যাতে খালি পড়ে না থাকে সেদিকে লক্ষ রাখতে বার বার তাগাদা দিচ্ছেন দেশের মানুষকে। বাড়ির কাছে পড়ে থাকা পতিত জমিতেও ফসল ফলানোর উপর গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
এমপি জাফর আলম বলেন, আজ রাষ্ট্রক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই কৃষকেরা বিনামূল্যে সার, বীজসহ প্রণোদনা হিসেবে বিভিন্ন কৃষি উপকরণ পাচ্ছেন। ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করতে ৭০ শতাংশ ভর্তুকীতে আধুনিক যন্ত্রও বরাদ্দ দিচ্ছেন। এই যন্ত্রের মাধ্যমে কৃষক প্রতিঘণ্টায় অনায়াসে এক একর জমির ধান কাটাসহ গোলায় তুলতে পারবেন। এই যন্ত্রে একদিনে কাটা যাবে ৮ একর জমির ধান। এতে ৬১ শতাংশ খরচ কমবে এবং শ্রম বাঁচবে ৭০ শতাংশ।
এমপি জাফর আলম বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকীতে উপজেলা পরিষদ চত্বরে নতুন করে দুটি কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র আনুষ্ঠানিকভাবে উপকারভোগী কৃষকের হাতে হস্তান্তর করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত কৃষকের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন এমপি জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরীসহ উপকারভোগী কৃষকসহ সংশ্লিষ্টরা।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, ‘৭০ শতাংশ ভর্তুকীতে প্রণোদনার আওতায় কৃষককে এই আধুনিক যন্ত্র দেওয়া হচ্ছে। যে কোন কৃষক চাইলেই নির্দিষ্ট ভাড়ার ভিত্তিতে এই যন্ত্রের ব্যবহার করতে পারবেন। এজন্য বরাদ্দ পাওয়া উপকারভোগী কৃষক সেই যন্ত্র দিতে বাধ্য থাকবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।