২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

৭১সালের মতো আরেকটি গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সরকার- সেতু মন্ত্রী

বিশেষ প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, ১৯৭১ সালের মতো আরেকটি গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সরকার। প্রতিদিন অমানুবিক নির্যাতন, ধর্ষণ হত্যাকান্ডের মতো বর্বরতা চালাচ্ছে মিয়ানমার। এ কারণে প্রায় ৪লাখ রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাংলাদেশে চলে এসেছে এবং এখনো অব্যাহত আছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা এই নির্যাতিত জনগোষ্ঠির পাশে এসে দাড়িয়েছেন। কারণ, আওয়ামীলীগ সরকার বিপন্ন মানুষের পক্ষে, মানবতার পক্ষে।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে আসা বিপন্ন এই জনগোষ্ঠিকে ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই সেনা বাহিনী কাজ করছে। তাদের সহায়তা দিয়ে যাবে নৌ-বাহিনীও। উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ, বাসস্থান সহ নানা ভাবে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। কিন্তু, বিএনপি সেই সেনা বাহিনীকে বিতর্ক করার চেষ্টা করছেন।

ওবাইদুল কাদের বলেন, এই দেশ সম্প্রতি ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত। এরপরও আওয়ামীলীগ সরকার রোহিঙ্গাদের পাশে এসে দাড়িয়েছে। এজন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের মন্ত্রী এমপিদের পেছনে পেছনে না থেকে রোহিঙ্গাদের পাশে থাকার অনুরোধ করেন। কারণ, মন্ত্রী-এমপিদের খুশি করার আগে রোহিঙ্গাদের খুশি করতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নির্দেশ দেন।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে একটি রাজতৈনিকদল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা কোন দিন সফল হবে না। রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র না করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিপন্ন মানুষের পাশে দাড়ানো আহবান জানান।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রোহিঙ্গারা এখন ক্ষুধার্থ। এই লাখ লাখ মানুষের মাঝে কোন আইন শৃংখলা বাহিনী ছাড়া ত্রাণ নিয়ে গেলে আপনার জীবনও বিপন্ন হয়ে উঠতে পারে। তখন আপনার এই দায়-দায়িত্ব কে নেবে? প্রশ্ন রাখেন তিনি।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আওয়ামীলীগ নেতাদের সাথে জরুরী সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের যুগ্ন সাধারণ জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিদ রায় নন্দি ও স্থানীয় সাংসদ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।